2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গোবরের গাড়ি উল্টে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে মৃত চালক*

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- মধুপুর কোনাবন চৌধুরীপাড়া শনিবার দুপুর বারোটা নাগাদ গোবর বোঝাই করা TR01L1630 নাম্বারে একটি ID গাড়ি মধুপুর থেকে সোনাতন পাড়া দিকে যাচ্ছিলেন। অতিরিক্ত গোবর বুঝায় জন্য গাড়িটি আপের দরুন উপর দিকে উঠতে পারছিলেন না। ঠিক তখনি গাড়িটি পেছনদিকে যেতে শুরু করেন আর সেই সময় গাড়িতে থাকা চালক শ্যামল দাস গাড়ি থেকে লাফ দিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করেন কিন্তু সে শেষ রক্ষা হয়নি গাড়ির নিচে পড়ে যান চালক শ্যামল দাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক শ্যামল দাসের। ছুটে আসে মধুপুর থানার পুলিশ। বর্তমানে মৃতদেহটি মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে সূত্রে জানা যায়

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service