জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর গোর্খাবস্তিস্থিত বন দপ্তরে যথাযথ মর্যাদায় পালিত হল পরিয়াবরণ দিবস। আমরা জানি 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হলেও, ভারতবর্ষের আবহাওয়া সাথে খাপ মিলিয়ে 28 শে আগস্ট পড়িয়াবরণ দিবস উপলক্ষে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এদিন বনদপ্তর এর পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন করা হয়। এদিন দপ্তরের এক আধিকারীক এই পড়িয়াবরণ উৎসব পালনের ইতিহাস তুলে ধরে তিনি জানান 1731 সালে রাজস্থানের যোধপুরের একটি গ্রামে অমৃতা দেবী নামক এক মহিলা বসবাস করত এবং তৎকালীন সময়ে যোধপুরের রাজা এই অমৃতা দেবীর উঠান থেকে একটি গাছ কেটে নিয়ে আসতে রাজার সৈন্যদের আদেশ দেওয়া হলেও অমৃতা দেবী কোন মতেই রাজি ছিলেন না তিনি প্রকৃতি এবং গাছকে এতই ভালোবাসতেন যে ইনিসহ গ্রামের প্রত্যেকটা লোক জানতেন গাছের উপকারিতা। তাই সেইজন্য এরা গাছ কাটার বিরুদ্ধে ছিলেন রাজার সৈন্যদের দ্বারা আন্দোলনরত অনেক গ্রামের মানুষ মারা গিয়েছেন। তারপর যখন রাজা যখন গ্রামে গেলেন তখন বুঝতে পারলেন যে গাছের প্রতি গ্রামের মানুষদের ভালোবাসা, সেদিন রাজা এই গ্রামের আর কোন গাছ কাটা হবে না বলেও জানিয়ে দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
রাজ্য
যথাযথ মর্যাদায় পালন করা হলো পরিয়াবরন দিবস
- by janatar kalam
- 2021-08-28
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this