জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিজেদের চাকরির দাবিতে আবারো মাঠমুখী হলো 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটি। শনিবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুনী এলাকায় 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে একদিনের গণধর্নার আয়োজন করা হয়। এ দিনের কর্মসূচি থেকে 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটির একজন শিক্ষক কমল দেব বলেন রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার গঠন হওয়ার পর তাদের জন্য স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে বলে, কিন্তু আজ সরকার গঠনের 40 মাস পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোন প্রকার হেলদোল পরিলক্ষিত করা যাচ্ছে না। তাই একপ্রকার বাধ্য হয়েই নিজেদের ন্যায্য দাবি আদায়ে আবার মাঠে নেমে পড়েছেন 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটি। তাছাড়া এদিন তিনি আরও বলেন রাজ্য সরকার যদি এই 10323 শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন দাবি পূরন না করেন তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে, আজ শুধু আগরতলা শহরে আন্দোলন হচ্ছে আন্দোলন তেজী হতেই গোটা রাজ্যে ছড়িয়ে পরার কথা জানান 10323 শিক্ষক কমল দেব। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে 10323 শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজ্য
দাবি না মানা হলে গোটা রাজ্যে অতিসত্বর তেজী করা হবে আন্দোলন হুঁশিয়ারি 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটির
- by janatar kalam
- 2021-08-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this