2025-01-03
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

চাকরিও ঋণ সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ কর্মসূচি আমরা 10323 শিক্ষক-শিক্ষিকাদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার রাজধানী আগরতলা সিটি সেন্টারের সামনে নিজেদের চাকরির স্থায়ী সমাধান এবং ব্যাংক থেকে ঋণ সংক্রান্ত বিষয় স্থগিত রাখার বিষয়ে রাজ্য সরকার এবং ব্যাংক থেকে কোন প্রকার সদুত্তর না পাওয়ায় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় আমরা 10323 শিক্ষকদের। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় 10323 শিক্ষিকা ডালিয়া দাস বলেন তাদের চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা নিকট ডেপুটেশন প্রদানের জন্য সাক্ষাতের সময় চাওয়া হলে মাননীয় উপ মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতা রয়েছে সাক্ষাতে অনিচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তাছাড়া ব্যাংক থেকে ঋণ সংক্রান্ত বিষয় ব্যাংকের উচ্চ আধিকারিক তথা চেয়ারম্যানের সাথে কথা বললেও এরা সম্পুর্নভাবে বিষয়টিকে রাজ্য সরকারকে হস্তান্তর করে দিয়েছেন এবং আর বি আইয়ের নিয়ম অনুসারে রিন আদায় করবেন বলে জানিয়েছেন বলে জানান। তারপর সরকারি আধিকারিকদের সাথে কথা বললেও কোন সদোত্তর পাইনি এরা। তাছাড়া তিনি আরো বলেন ১০৩২৩ এর আরো ২ জন শিক্ষক ইতিমধ্যে মারা গিয়েছে মানসিক চাপ সহ্য করতে না পেরে। তাই আজ পশ্চিম জেলাভিত্তিক সদর, বিশালগড়, জিরানিয়াসহ কয়েকটি জেলার মুষ্ঠিমেয় শিক্ষকদের নিয়ে এই কর্মসূচি পালন বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service