জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ শ্রাবনী পূর্ণিমার পূর্ণ লগ্নে দেশের বিভিন্ন রাজ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে। মূলত রাখি বন্ধনের দিন একটি বোন তার ভাইয়ের মঙ্গল কামনা করে পবিত্র সুতো হাতে বেঁধে দেয়। এই রাখি বন্ধন হল ভাই এবং বোনের পবিত্র সম্পর্কের অটুট ধাগা। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের সূচনা করেছিলেন দেশের বিভিন্ন জাতপাতের লোকেদের একই ধাগায় বেঁধে সুসম্পর্ক তৈরী করার জন্য। যাই হোক আজ এই রাখি বন্ধন ভাই এবং বোনের পবিত্র সম্পর্কের ধাগা হিসাবে পরিচিতি লাভ করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই দিনে বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক ভাই এবং বোনদের রাখি পরিয়ে দেয় আগরতলা প্রেস ক্লাবে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাঙালি মহিলা সমাজের এক কর্মকর্তা জানান মহামারীর পরিস্থিতিতেও যেভাবে সাংবাদিক ভাইরা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে জনস্বার্থে সঠিক তথ্য পরিবেশন করার লক্ষে কাজ করে চলছেন তাই ওদের মঙ্গল কামনা করে তাদেরকে এই পবিত্র রাখি বেঁধে দেওয়া হয়েছে বলে।
রাজ্য
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো বাঙালি মহিলা সমাজ
- by janatar kalam
- 2021-08-22
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this