জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজকের দিনে ত্রিপুরা রাজ্যে বেকারের দিক দিয়ে হতাশায় ভুগছে বেকাররা। যারা এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি তে পড়াশোনা করে তারা পড়াশোনা শেষ করার পর কি হবে তাদের অবস্থা সেটা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের বর্তমান সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে নাগরিকদের কন্ঠরোধ করে যাচ্ছেন রাজ্যের মানুষ কাজ খাদ্য অভাবে তারণায় ভুগছেন কিন্তু সরকার কিছুই পদক্ষেপ নিচ্ছেন না। শুক্রবার আগরতলার সিটি সেন্টারের সামনে খাদ্য আন্দোলনের শহীদ কাজল বর্মনের 52 তম শহীদান দিবস পালন করা হয় এসএফআইয়ের পক্ষ থেকে। এদিনের শহীদান দিবস এ উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সন্দীপন দেব ও অন্যান্য কর্মী সমর্থক রা। শহীদ কাজল বর্মনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এসএফআইয়ের রাজ্য সম্পাদকসহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন শহীদ কাজল বর্মনের প্রসঙ্গে বলতে গিয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান খাদ্য আন্দোলন করতে গিয়ে কাজল বর্মণ সেসময়ের কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসনের গুলিতে শহীদ হয়েছেন সে সময় তিনি সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেন রাজ্যে তখন খাদ্য সংকট দেখা দিয়েছিল। খাদ্য আন্দোলন করতে গিয়ে শহীদ কাজল বর্মণ কে হত্যা করা হয়েছে তা বর্বোরোচিত ঘটনা তাই আজকের দিনে দাঁড়িয়ে কাজল বর্মনের 52 তম শহীদান দিবসে এসএফআই এখনো রাজ্য সরকারের কাছে দাবি করেন তাদের জন্য সাধারণ যাতে কাজ ও খাদ্যের অভাবে যেন থাকতে না হয় তার জন্য দেশ ও রাজ্য সরকার বিশেষ ভাবে দেখার জন্য।
রাজ্য
যথাযথ মর্যাদায় পালন করা হল খাদ্য আন্দোলনের শহীদ কাজল বর্মনের 52 তম শহীদান দিবস
- by janatar kalam
- 2021-08-20
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this