জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ১৪৪৩ বছর আগে ৬২২ খ্রিষ্টপূর্বে হজরত মহম্মদ ও তাঁর অনুগামীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হতে বাধ্য হন। ওই দিনটি ছিল মহরমের প্রথম দিন। তাঁকে মক্কায় ইসলামের বার্তা প্রচার করায় বাধা দেওয়া হয়। মহরমের দশম দিনটি অশুরা হিসেবে পালিত হয়, এদিন ইমাম হুসেনের মৃত্যুর শোক পালন করা হয়। ইমাম হুসেন ছিলেন হজরত মহম্মদের পৌত্র এবং হজরৎ আলির পুত্র। ৬৮০ খ্রিষ্টপূর্বে কারবালার যুদ্ধে প্রাণ ত্যাগ করেন। ইসলামের অন্যান্য উৎসব থেকে মহরমের পৃথক, কারণ এই মাসটি হল শোকজ্ঞাপন ও প্রার্থনার মাস। এ সময় কোনও উৎসব পালিত হয় না। শিয়াদের জন্য এই মাসটি বিশেষ গুরুত্ব বহন করে। শিয়ারা এদিন একটি শৃঙ্খল তৈরি করে নিজেকে ক্ষতবিক্ষত করতে থাকেন। একে ততবীর বা কামা জানি বলা হয়। আবার সুন্নিরা এদিন উপবাস পালন করেন ও ‘ইয়া হুসেন’ অথবা ‘ইয়া আলি’ উচ্চারণ করে।বৃহস্পতিবার পবিত্র মহরম উপলক্ষে আগরতলা বর্ডার গোলচক্কর জয়পুর রোড এলাকায় এক সুবিশাল রেলি আয়োজন করা হয়। ধর্মীয় রীতিনীতি মেনে ধুপকাঠি মোমবাতি এবং প্রার্থনার মধ্য দিয়ে এই মহরম উৎসব পালন করা হয়। এই দিন পবিএ মহররম সম্পক্রে বলতে গিয়ে সংখ্যা লঘু মোর্চার সভাপতি জসিম উদ্দিন জানান এই দিনটি শোকের আনন্দের নয় এই দিনে হযরত মুহাম্মদ এর পুত্র আলীর মৃত্যু হয়।
রাজ্য
পবিত্র মহরম উপলক্ষে আগরতলা বর্ডার গোলচক্কর জয়পুর রোড এলাকায় মুসলিম ধর্মাবলম্বীদের এক সুবিশাল রেলি
- by janatar kalam
- 2021-08-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this