2024-12-19
agartala,tripura
রাজ্য

ত্রিপুরার খোয়াই থানার পুলিশকে স্বপ্রণোদিত মামলার ভিডিও ফুটেজ আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল বিচারক এ খুরেশি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 6 জনের বিরুদ্ধে পুলিশের কড়া স্বতঃপ্রণোদিত মামলা বুধবার আদালতে উঠলে পুলিশকে ফাইনাল রিপোর্ট দিতে নির্দেশ করল আদালত। পাশাপাশি ঐদিনের গোটা ঘটনার ভিডিও ফুটেজ আদালতে জমা দিতে পুলিশকে নির্দেশ দিল বিচারক। আগামী দুই সপ্তাহের মধ্যে ডকুমেন্টগুলো জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত খোয়াই থানাকে। এ বিষয় নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে অ্যাডভোকেট নরসিংহ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন খোয়াই থানার পুলিশ স্বপ্রণোদিত মামলা নিয়েছে এবং উচ্চ আদালতের বিচারপতি নির্দেশ দেন এ মামলার ফাইনাল রিপোর্ট উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আদালতে পেশ করার জন্য এবং সময় আগামী দুই সপ্তাহের মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালতের বিচারপতি এ খুরেশি বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service