2024-12-19
agartala,tripura
রাজ্য

৮৫ টি কার্টুনে মোট ৮৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার, ঘটনা পেচারথল থানা এলাকায়

জনতার কলম প্রতিনিধিঃ-আবারও বড় সরো সাফল্য পেলো ঊনকোটি জেলার পেচারতল থানার পুলিশ। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং এর নেতৃত্বে পেচারতল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী পেচারতল থানার সামনে নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকে। দুপুর নাগাদ ডব্লিউ বি 23 সি 8397 নম্বরের একটি ছয় চাকার লরি থানার সামনের নাকা পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে প্রথমে খাবার অযোগ্য 200 কাটুন আপেল উদ্ধারের পর পাওয়া যায় ফেনসিডিল নামক নেশা সামগ্রীর কাটুন। ফেনসিডিলের 85 কাটুনে মোট 8500 বোতল ফেনসিডিল উদ্ধার করতে সম্ভব হয়। সঙ্গে সঙ্গেই লরিটি কে সহ গাড়ির চালক নুর আলম বয়স 45 এবং সহজ চালক হোলিকত আলী বয়স 42। এই দুইজনকে পেচারতল থানার পুলিশ গ্রেফতার করে। জানা গেছে গাড়ির চালক এবং সহ চালকের বাড়ি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুড় মঠ থানার অনজুমার স্কুল সংলগ্ন এলাকায়। ধৃতরা জানিয়েছে গত 11 আগস্ট গোহাটি থেকে অবৈধ মালামাল নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে আসছিল। তল্লাশি চলাকালে পুলিশের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিল ডিসিএম সৌরভ আলম। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় একটি মামলা গ্রহণ করেছে। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য এক কোটি টাকা। আগামীকাল ধৃতদের জেলা ও দায়রা জজের আদালতে পাঠানো হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service