2024-12-18
agartala,tripura
রাজ্য

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল ওল্ড আগরতলা ব্লকের নব-নির্মিত কার্যালয় ভবনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার ওল্ড আগরতলা ব্লকের নব-নির্মিত কার্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিভিন্ন সুবিধাভোগীদের হাতে সহায়ক সামগ্রী তুলে দিই। সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী পরিকল্পনার সুযোগ মানুষের কাছে পৌঁছে দিতে, বিশেষ ভূমিকা রয়েছে ব্লকগুলির। বিগত দিনে সঠিক পরিকল্পনার অভাবে বিভিন্ন পরিকল্পনার কাজ ধুকতে হয়েছে। এই ব্লক কার্যালয় নির্মাণে আট বছর সময় লেগেছে। কিন্তু মাত্র এক বছরের মধ্যেই লাইট হাউজ প্রকল্পে রাজ্যে এক হাজার ফ্লেট মাথা তুলে দাঁড়াচ্ছে। এখানেই কর্মপদ্ধতি ও দৃষ্টিভঙ্গির পার্থক্য। গুণগত দিক বজায় রেখে সময়ের কাজ সময়ে শেষ করার উপরে আমরা গুরুত্ব আরোপ করেছি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service