জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ নাগিছড়াস্থিত উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে – প্রগতিশীল চাষীদের উদ্যান ও কলা চাষ বিষয়ক কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিভিন্ন বিভাগ ও ফলের বাগিচা পরিদর্শন করেন ও বৃক্ষরোপণ করেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন গবেষণামূলক আধুনিক পদ্ধতিতে উদ্যান ও বাগিচা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গৃহীত হয়েছে। কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উপযুক্ত বাজার তৈরীর মাধ্যমে বিক্রির নিশ্চয়তার উপর আমরা গুরুত্বআরোপ করছি। প্রাথমিক ক্ষেত্রের উন্নয়নই কোনো রাজ্যের সার্বিক বিকাশের প্রধান শর্ত। কৃষকদের পাশে থাকাই শুধু নয়,তাদের আর্থ সামাজিক মানোন্নয়নের মাধ্যমে তুলে ধরাই আমাদের লক্ষ্য। বর্তমানে সঠিক পরিকল্পনার ফলে বর্গাচাষীরা বিভিন্ন সুফল পাচ্ছেন। আন্দোলনে নয় বরং আমরা সঠিক পরিকল্পনার মাধ্যমে অন্নদাতাদের সর্বাঙ্গীন উন্নয়নে বিশ্বাসী। ২০২২ এর আগেই কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। বাঁশ করোল খাওয়া ক একটা সময়ে খাঁটো করে দেখা হলেও, বর্তমানে সঠিক পরিকল্পনার মাধ্যমে এর কদর বাড়ছে l দেশের প্রধানমন্ত্রীও এর থেকে প্রস্তুত বিস্কুট খেয়েছেন ও এর থেকে আঁচার তৈরীর পরামর্শ দিয়েছেন।
রাজ্য
কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও উপযুক্ত বাজার তৈরীর মাধ্যমে বিক্রির নিশ্চয়তার উপর গুরুত্বারূপ করছে সরকার – মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2021-08-17
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this