জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মহামারী করোনা ভাইরাসের কারণে এ বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল এবং মাধ্যমিকের ক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর ফলফলের উপর ভিত্তি করে ফলাফল দেওয়া হয়েছিল এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিক , একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফলাফলের উপর নির্ভর করে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেওয়া হয়েছিল। কিন্তু এই ফলাফলে সন্তুষ্ট হয়নি শিক্ষার্থীরা কেননা এই ফলাফলের উপর নির্ভর করে মধ্যশিক্ষা পর্ষদ ৫০ শতাংশ ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়েছিল যার জেরে ক্ষোভে ফোটে উঠে ছাত্রছাত্রীরা যেহেতু পরীক্ষা ওই হয়নি সে জায়গায় পাশ বা ফেল কিসের বলে অভিযোগ তাদের। ছাত্রছাত্রীদের এই অভিযোগকে নজরে এনে শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদ নড়েচড়ে বসে এবং পরীক্ষার ফলাফল পুনরায় মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সিদ্ধান্ত মোতাবেক মূল্যায়ন শেষে মোট পরীক্ষার্থীর সবাইকে পাশ করিয়ে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন পর্ষদ সভাপতি ভবতোষ সাহা।
রাজ্য
মূল্যায়নের পর পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ ১০০ শতাংশ
- by janatar kalam
- 2021-08-17
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this