ব্রয়লার ফার্মার্স এসোসিয়েশনের পক্ষ থেকে রাজধানীর মুক্তধারা হলে আয়োজিত হয় এক সচেতনতা শিবিরের । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, পুর নিগমের মেয়র ড: প্রফুল্লজিৎ সিনহাসহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা ব্রয়লার মোরগে করুনা আতঙ্ক নিয়ে মুখ খুলেন তিনি জানান বিভিন্ন সোশ্যাল মিডিয়া , পত্র পত্রিকাতে করুনা ভাইরাস নিয়ে যে গুজব রটছে তাতে কান না দেওয়া , বরং মানুষ যদি একটু সচেতন হয় তাতেই করুনা রোধ যথেষ্ট । পাশাপাশি ব্রয়লার মোরগ, ছাগল অথবা হাঁস খেলে এই ভাইরাস ছড়ায়না বলে জানান তিনি ।
janatar kalam Blog রাজ্য ব্রয়লারে করুনা নিয়ে ব্রয়লার ফার্মার্স এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল সচেতনতা শিবির
Leave feedback about this