2024-12-19
agartala,tripura
রাজ্য

রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো 75 তম স্বাধীনতা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- যথাযথ মর্যাদায় ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পালন করা হলো 75 তম স্বাধীনতা দিবস। এদিন রাজধানীর লালবাহাদুর চৌমুহনী এলাকায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিকও। এদিন সুবল ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান 2023 শে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের মধ্য দিয়ে ৭৬ তম স্বাধীনতা দিবস পালন করা হবে, তাছাড়া যেদিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি রাজ্যে আসবেন সেদিন দু লক্ষ মানুষ নিয়ে সমাবেশ করা হবে বলে জানান ও অভিষেক ব্যানার্জি যেদিন আসবেন সেদিনও এক লক্ষ মানুষ নিয়ে জনসভার আয়োজন করা হবে বলে মন্তব্য করেন। পাশাপাশি রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কোন ধরনের কর্মসূচি নিতে পারছেন না কেননা রাজ্যের শাসক দল রাজ্যের সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে রেখেছে যার ফলে মানুষ ইচ্ছা থাকলেও কর্মসূচির দিকে পা বাড়াতে পারছেন না, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ থেকে আগত তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা যতটুকু সম্ভব এই রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিচ্ছেন, তার জন্য এদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক। এদিনের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ থেকে আগত তৃণমূল কংগ্রেস সাংসদ ও নেতৃত্বরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service