2024-12-16
agartala,tripura
রাজ্য

স্বাধীনতা দিবসে শাহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ত্রিপুরা রাজ্যপালের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- 75 তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগরতলা সার্কিট হাউস এলাকার গান্ধী মূর্তির পাদদেশে এবং গান্ধীঘাটে সমাধিস্থলে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালন করা হলো 75 তম স্বাধীনতা দিবস। এদিন পতাকা উত্তোলন করলেন রাজ্যের রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য। এদিন শহীদদের সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন আজ যাদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি যাদের রক্তে দেশ স্বাধীন হয়েছে তাদের কৃপায় আজ আমরা স্বাধীন ভারত দেখতে পেয়েছি বলে এবং দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের অবদান চিরস্মরণীয় থাকবে বলে। এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service