জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্য রাজনীতিতে চলছে দলত্যাগ এবং যোগদানের হিড়িক। গতকালের পর আজ আবারো হোটেল পোলো টাওয়ারের সামনে শাসক বিরোধী বিভিন্ন দল ছেড়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এদিন দলে যোগদানকারীদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। ২৫ বছরের বাম শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে পরিবর্তন করে বিজেপি দলকে ক্ষমতায় এনেছে কিন্তু তাতেও কোন প্রকার পরিবর্তন নেই , তাই এবার মানুষ নিজেদের মুক্তির দাতা হিসেবে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে। রাজ্যে তৃণমূল কংগ্রেসে প্রায় প্রতিদিনই কোন না প্রান্তে চলছে যোগদান পর্ব। ধস নামছে শাসক বিজেপি ও বিরোধী সিপিআইএম দলে। ত্রিপুরায় মা মাটি মানুষের সরকার গরতে তৃণমূল কংগ্রেস উঠে পরে লেগেছে, আগাম জয়ের হুংকারও দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তারই পরিপ্রেক্ষিতে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির নেতৃত্বের উপর বিশ্বাস রেখে মানুষ রাজ্যে উন্নয়নের সরকার গরতে যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে।
রাজ্য
বিভিন্ন দল ছেড়ে যোগদান তৃণমূল কংগ্রেসে
- by janatar kalam
- 2021-08-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this