জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের একবার গতকাল গভীর রাতে নিশিকুটুম্বের হানা । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজীনগরের ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় । উল্লেখ্য, তেলিয়ামুড়ার মহারানীপুর এলাকার দুইটি মোদি দোকান ও নেতাজীনগরের যুগর্ষী লোকনাথ সেবা মন্দিরে নিশিকুটুম্বের হানাদারী । উল্লেখ্য, প্রায় লক্ষাধিক টাকার দ্রব্যমূল্য এবং নগদ টাকা গতকাল গভীর রাতে চুরি করে নিয়ে যায় এই নিশিকুটুম্বের দল । ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো তেলিয়ামুড়ার মহারানী পুরের দুইটি দোকানের মালিক দোকান বন্ধ করে বাড়িতে চলে যান । কিন্তু আজ যখন সকালবেলা দোকান মালিক দোকান খুলতে আসেন, তখন সঙ্গে সঙ্গেই গতকাল ঘটে যাওয়া এই চুরির ঘটনাটি প্রত্যক্ষ করে ও ভীরমি খেয়ে যায় । পরবর্তীতে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা ঘটনাস্থলে এসে এই অভূতপূর্ব চুরি কান্ডের ঘটনাটি প্রত্যক্ষ করে একটি চুরি কান্ড জনিত মামলা গ্রহণ করে । অন্যদিকে সাংবাদিক সাক্ষাৎকারে মহারানী পুরের চুরি হওয়া এক মোদির দোকানের মালিক পঙ্কজ দেবনাথ জানান, বিগত দীর্ঘ বাম আমলে কিন্তু এই ধরনের চুরি কান্ডের ঘটনা ঘটতো না বললেই চলে কিন্তু বর্তমানে রাম আমলে এইরকম চুরি কান্ডের ঘটনা অহরহ ঘটে চলেছে গোটা রাজ্যের পাশাপাশি তেলিয়ামুড়া শহরেও । অপরদিকে আরও এক দোকান মালিক তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা কল্যাণী রায়ের নিকটাত্মীয় ভাই দিলীপ রায়ের দোকানের প্রায় ৫০ হাজার টাকার দ্রব্য সামগ্রী চুরি করে নিয়ে যায় নিশিকুটুম্বরা । অন্যদিকে আবার নেতাজীনগর স্থিত যুগর্ষী বাবা লোকনাথ সেবা মন্দিরে ঢুকে মন্দিরের প্রণামী বাক্স ভেঙ্গেও কিছু টাকা নিয়ে যায় এই চোরের দল । তবে এইদিকে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলে যেই প্রশ্নটি বারংবার প্রতিধ্বনিত হচ্ছে, বর্তমানে করোণা অতিমারী রুখতে প্রতি রাতেই নৈশ-কালীন করোণা কারফিউ জারি থাকা সত্ত্বেও নিশিকুটুম্বের দল কিভাবে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠ তথা নেতাজীনগর এলাকার মধ্যে স্থাপিত যুগর্ষী বাবা লোকনাথ মন্দির সহ বিভিন্ন দোকানে হানাদারী চালায়— এই নিয়ে মূলতঃ তেলিয়ামুড়া থানার খাকি বাবুদের ভূমিকাকে কেন্দ্র করে এক বিরাট প্রশ্নের চিহ্ন দেখা দিয়েছে জনমনে ???
রাজ্য
লোকনাথ সেবা মন্দিরে নিশিকুটুম্বের হানা , ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজীনগর এলাকায়
- by janatar kalam
- 2021-08-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this