জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বিগত কিছুদিন পূর্বে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছিল কিন্তু সেই ফলাফলে সন্তুষ্ট হয়নি ছাত্রছাত্রীরা। কেননা রাজ্যে মহামারীর পরিস্থিতির জন্য স্থগিত করা হয়েছিল পরীক্ষা , সুতরাং যেহেতু পরীক্ষায় হয়নি সে জায়গায় ফেল কিভাবে করলো এবং পাশই বা কিভাবে করলো সে বিষয় টেনে আন্দোলনে বসে পড়েন শিক্ষার্থীরা ও যে জায়গায় সিবিএস ই বোর্ডের সমস্ত পরীক্ষার্থীকে পাশ করা হয়েছে সে জায়গায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কিভাবে ৫০ শতাংশ ছাত্রছাত্রীকে পাশ করিয়েছে তা প্রশ্ন তুলেন এবং সকল ছাত্রছাত্রীদের পাশের দাবিতে রাস্তায় বসে আন্দোলন করেন। গতকাল প্রদেশ কংগ্রেস ভবনে এন এস ইউ আই ছাত্রনেতা সম্রাট রায় এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্য সরকারকে ২৪ ঘন্টা সময় দিয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীদের ৫০শতাংশ নম্বরসহ উত্তীর্ণ করানো জন্য , কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও শিক্ষা দপ্তরের কোন প্রকার হেলদোল না দেখে শনিবার পুনরায় রাস্তায় নেমে পড়েন ছাত্রছাত্রীরা তাদের পাশে দাঁড়ালেন যুব কংগ্রেস , এন এস ইউ এই সহ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। এদিন বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসাবে ছাত্রছাত্রীরা আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে বিধানসভার উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে গিয়ে ধর্নায় বসেন এবং তাদের দাবিগুলি উচ্চারিত করতে থাকেন। এদিন এন এস ইউ আই নেতা সম্রাট রায় বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করার জন্য ছাত্রনেতা এমডি ইয়াসিনকে দুস্কৃতিকারীরা আক্রান্ত করেছেন এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি যতদিন অবধি ছাত্রদের দাবি মানা না হবে ততদিন অবধি এই আন্দোলন জারি থাকবে বলে জানালেন তিনি।
রাজ্য
ছাত্রদের দাবি আদায়ে আবারো মাঠে সম্রাট
- by janatar kalam
- 2021-08-14
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this