জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- খেজুর বাগান সংলগ্ন এলাকায় আর্মির গাড়ির সাথে খোয়াই কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর এর গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অল্পবিস্তর আহত হন গাড়িতে থাকা দপ্তরের আধিকারিক।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়।যান সন্ত্রাস কমানোর জন্য সরকারের তরফ থেকে অনেক বিধি নিষেধ লাগু করলে ও তার পরেও যান সন্ত্রাসে প্রতিনিয়ত লোকের প্রান কেড়ে নিচ্ছে নিচ্ছে কিন্তু তারপরও ট্রাফিক পুলিশ রাস্তায় তাদের কর্তব্যে গাফিলতির কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলছে। জান সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশকে দায়িত্ব দেয়া হলেও সে সমস্ত ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জনসাধারণ থেকে শুরু করে যান চালকদের। আগরতলা শহরে প্রতিনিয়ত জ্যাম লেগে থাকে আর সে সমস্ত জ্যাম লেগে থাকার কারণ হলো ট্রাফিক পুলিশদের কর্তব্যে গাফিলতির তারা একমাত্র অধিক মুনাফার জন্য মোটর ভিকেলস চেকিং এর প্রত্যেকদিন সকাল থেকে রাতেতে রাস্তায় শুধু সেই কাজেই ব্যস্ত থাকে আর তার ফাঁকে লেগে থাকে জান দুর্ঘটনা। শুক্রবার আগরতলার গোয়ালা বস্তি এলাকায় আর্মির গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে যান দুর্ঘটনায় আহত হন কৃষি দপ্তর আধিকারিক ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এ দুর্ঘটনা ঘটে তা নিয়ে লোকজনদের মনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনা সম্পর্কে ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান জান দুর্ঘটনা রোধ করতে গেলে ট্রাফিক পুলিশ তাদের কর্তব্য সঠিক মত পালন করলে পরে প্রতিনিয়ত যান দুর্ঘটনা থেকে জনগণ থেকে শুরু করে যান চালকরা রেহাই পাবেন বলে মনে করছেন বুদ্ধিজীবি মহল
রাজ্য
আর্মির গাড়ির সাথে খোয়াই কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর এর গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ
- by janatar kalam
- 2021-08-13
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this