জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গতকাল রাতে চারিপারা শান্তি সংঘ এলাকায় এক বাড়িতে পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করতে আসেন এবং এরা নিজেদের এডি নগর থানার পুলিশ বলে পরিচয় দেয় এবং পরে এরা স্বীকার করে নিয়েছে এরা আমবাসা থানা থেকে এসেছে। কোন মহিলা পুলিশ কর্মী ছাড়া এক বাড়িতে ঢুকে মহিলাদের উপর মানসিক নির্যাতন করা হয় পুরুষ পুলিশ কর্মীদের দ্বারা। তারই পরিপ্রেক্ষিতে আজ রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরা সাংসদ ডঃ শান্তনু সেনের নেতৃত্বে এই বাড়িতে যান তাদের সাথে সাক্ষাৎ করতে, এবং পরে গোটা বিষয়টি নিয়ে এবং সঠিক তদন্তের দাবি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে আসেন ডিজির সাথে দেখা করতে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ ডঃ শান্তনু সেন বলেন তৃণমূল কংগ্রেস করার দায়ে রাজ্যের সাধারণ জনগণকে হেনস্তা করা হচ্ছে। তার পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি বার্তা রাখেন যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জীর আতঙ্কে কতবার নিদ্রাভঙ্গ হয় যদি এর কোন সঠিক চিকিৎসা না পেয়ে থাকেন তাহলে একজন চিকিৎসক হিসেবে উনার সাহায্য করবেন বলে মন্তব্য করলেন।
রাজ্য
মমতা আতঙ্কে বিপ্লব দেবের নিদ্রাভঙ্গের চিকিৎসা করবেন সাংসদ ডঃ শান্তনু সেন
- by janatar kalam
- 2021-08-12
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this