জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বিগত কিছুদিন পূর্বে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল , এবং সেখানে মোট পরীক্ষার্থীর ৫০ শতাংশ ছাত্রছাত্রীকে পাশ করানো হয় বলে সূত্রের খবর। এই ফলাফলের পর যেসব ছাত্রছাত্রীরা পাশ করেনি তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দেয় পাশের দাবিতে , তাদের বক্তব্য এই মহামারীর কারণে যেহেতু পরীক্ষায় হয়নি তাহলে ফেল করেছি কিভাবে ? আর যারা পাশ করেছে তারা পরীক্ষা না দিয়ে কিভাবে পাশ করলো। ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে নড়েচড়ে বসে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ এবং সিদ্ধান্ত নেওয়া হয় ফলাফল পুনরায় বিবেচনা করা হবে বলে। তারই পরিপ্রেক্ষিতে শুরু হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের কাজ , আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মধ্যশিক্ষা পরিষদের সভাপতি ভবতোষ সাহা জানান আগামী শনিবারের মধ্যে এই মূল্যায়নের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে এবং যে ফলাফল দেওয়া হবে তাতে অধিকাংশ ছাত্রছাত্রীরা সন্তুষ্ট হবেন বলে আশা ব্যাক্ত করেন।
রাজ্য
আগামী সপ্তাহেই ঘোষণা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রিভিউ খাতার ফলাফল – ভবতোষ সাহা
- by janatar kalam
- 2021-08-12
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this