জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দেশের প্রথম ছাত্র সংগঠন এ আই এস এফ এর 86 তম প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদায় পালিত হল সংগঠনে সদর কার্যালয়ে। এদিন এ আই এস এফ এর রাজ্য আহবায়ক শুভদীপ মজুমদার স্বাধীনতা সংগ্রামে এ আই এস এফ এর ভূমিকা তুলে ধরেন এবং দেশকে স্বাধীন করতে এ আই এস এফ এর কর্মীরা যেভাবে নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করতে এগিয়ে এসেছিলেন তা অতুলনীয় বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া দেশের শিল্প আন্দোলনে ও এআইএসএফ এর ভূমিকা ছিল অতুলনীয়। পাশাপাশি পর্তুগীজদের হাত থেকে গোয়া কে স্বাধীন করতে এ আই এস এফ যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তাও চিরস্মরণীয় বলে মন্তব্য করলেন।
রাজ্য
যথাযথ মর্যাদায় পালিত হল এ আই এস এফ এর 86 তম প্রতিষ্ঠা দিবস
- by janatar kalam
- 2021-08-12
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this