জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিজেদের সংগঠনকে আরো প্রসারিত করতে এবং আঞ্চলিক দল থেকে সর্বভারতীয় দল রূপে নিজেদের প্রতিষ্ঠিত করতে ত্রিপুরায় পা রাখল তৃণমূল কংগ্রেস। সংগঠনকে সাজিয়ে তোলার লক্ষ্যে রাজ্যে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, এবং নারী নেত্রী জয়া দত্তসহ তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারা, বাদ যাননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জিও। এরই মধ্যে তাদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক, এনএসইউআই সভাপতি রাকেশ দাসসহ প্রদেশ কংগ্রেসের তৃণমূল স্তরের কার্যকর্তারা। সম্প্রতি সংগঠনের কাজে যোগ দিতে যাওয়ার পথে শাসকদলের দুষ্কৃতীদের দ্বাড়া আক্রমণের শিকার হন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তারপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের পুলিশ প্রশাসন তাদেরকে আটক করেন, এই খবর চাউর হতে ছুটে আসেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিসহ তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারা। দীর্ঘক্ষণ ধরে থানার পুলিশের সাথে আলোচনা করার পর নেতৃত্বদের নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে রাজ্যে চলে যান অভিষেক ব্যানার্জি। সোমবার সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া রাকেশ দাস ত্রিপুরায় আক্রান্ত হওয়া জয়া দত্ত ও সুদীপ রাহাকে এস এস কে এম এ হাসপাতালে দেখতে যান এবং এদিন তিনি রাজ্য বিজেপি সরকারকে এক হাত নিয়ে বলেন ক্ষমতা হারানোর ভয়ে বিজেপি এই রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে বলে। রাকেশ দাস দীর্ঘদিন প্রদেশ কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস আই এর হয়ে নেতৃত্ব করেছেন এবং উনার এই অভিজ্ঞতা ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সরকার গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
রাজ্য
আক্রান্ত তৃণমূল নেতৃত্বদের খবর নিলেন রাকেশ দাস
- by janatar kalam
- 2021-08-09
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this