2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ত্রিপুরার সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরের সম্পর্ক রয়েছে- বিপ্লব দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রদর্শীত পথকে আমাদের প্রত্যেকের জীবনে রপ্ত করতে পারলেই কবিগুরুর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । তিনি এদিন আরো বলেন ত্রিপুরার সঙ্গে কবিগুরুর আত্মিক সম্পর্ক ও তাঁর বিভিন্ন সৃষ্টি রাজ্যের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করেছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল ত্রিপুরার রাজাদের। কবিগুরুর দুটি গান, দুই দেশের জাতীয় সঙ্গীত। ভারতীয় সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রেও বিশেষ অবদান রেখেছেন তিনি। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি, প্রত্যেককে এক সূত্রে বেঁধে রাখতে আমাদের সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যা রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নে আরও গতি সঞ্চার করে। একতাই উন্নয়নের মূল চাবিকাঠি l বিগত দিনে রাজ্যে একটি অন্য বিচারধারাকে অধিক প্রাধান্য দেওয়ার ফলে, কবিগুরুর মত ব্যক্তিত্বদের জীবনি অবলম্বনে লেখা বিভিন্ন বইয়ের উপলব্ধতা রাজ্যে হ্রাস পেয়েছিলো। তবে বর্তমান রাজ্য সরকার সাংস্কৃতিক চর্চার বিকাশকে গুরুত্ব দিয়ে কাজ করছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service