2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

তৃণমূল পার্টি অফিসে শাসক দলীয় গুণ্ডাবাহিনীর ভাংচুর

জনতার কলম উত্তর ত্রিপুরা প্রতিনিধি:- উত্তর ত্রিপুরা জেলা তৃণমূল পার্টি অফিসে বিজেপির গুন্ডা বাহিনীর দ্বারা ভাঙচুর করা হয় । তৃণমূলের একটি সভা অনুষ্ঠিত হতে চলেছিল। তার কিছুক্ষণ আগেই বিজেপির ভাঙচুর। যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনা প্রত্যক্ষ করে তৃণমূল কর্মী সমর্থকরা শাসক দলীয় ক্যাডারদের উদ্দেশ্যে বলেন কোথায় গেল আজ বিপ্লব দেবের অহিংসা বাণী, বড় বড় লেকচার। আসল কথা বিজেপি পার্টি’র পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ত্রিপুরার মানুষ বুঝতে পেরেছে বিজিপির জুমলা বাজি। একদিন মিথ্যে বলে বেঁচে যাওয়া যায়, দীর্ঘ দিন সত্যকে চেপে রাখা যায় না। মিথ্যা আশা দিয়ে সরকার প্রতিষ্ঠিত হবার পর কিছুই করেনি এই রাজ্য বিজেপি সরকার। বর্তমানে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষের মনে মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি গ্রথিত। বিজেপি দিন শুরু ত্রিপুরা থেকে চলে যাওয়ার। দুর্বল সব সময় হিংসার পথ বেছে নেয়। লজ্জা লাগার দরকার রাজ্যে বিজেপি প্রতিষ্ঠিত সরকার হওয়া সত্বেও আজ জনগণ তাদের পাশে নেই। সময় আসছে “দিনে দিনে বাড়িতেছে দেনা শুধিতে হইবে ঋণ”। আজ ধর্মনগরে দেবাংশু দাদার জনসভা হবে, পারলে আটকাও বিজেপি। মনে রেখো ঘাস কে কখনোই কেটে সমূলে উৎখাত করা যায় না, ঘাসকে যতই কাটে ততই বাড়ে। বিজেপি হার্মাদ বাহিনি দের বলছি তেইশে খেলা হবে ত্রিপুরা রাজ্যে তৃণমূল সরকার গঠন করবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service