জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে আইনের শাসন নেই গণতন্ত্রের টুটি চেপে রেখেছে বর্তমান রাজ্য সরকার। রাজ্যের রাম আমলে কোন বিরোধী রাজনৈতিক দল মিছিল, মিটিং, সভা, করতে পারবে না করলেই তাদের উপর দুষ্কৃতীদের আক্রমণ হবেই এটাই বর্তমান সরকারের রাজনীতি। রাজ্যের পুলিশ প্রশাসন সামনে থাকা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর প্রতিনিয়ত হামলা হুজ্জোতি ঘটেই চলছে কিন্তু তারপরও পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। কারণ উপরওয়ালার নির্দেশ কে মান্য করেই বিরোধীদের উপর আক্রমণ এর ঘটনা দেখলেও চোখ বুঝে নেন। শনিবার আমবাসা তৃণমূল কংগ্রেসের মিছিল করে যাওয়ার সময় তাদের উপর দুষ্কৃতী রা আক্রমণ করে তাতে করে তৃণমূল কংগ্রেসের দুটো গাড়িসহ কর্মী-সমর্থকদের কে মেরে রক্তাক্ত করে। এসব ঘটনায় পুলিশ প্রশাসনের সামনেই ঘটছিল কিন্তু তারপরও পুলিশ প্রশাসন বাধা দেয়নি। এই ধরনের হামলার ঘটনায় রাজ্যজুড়ে রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারের এ ধরনের ঘটনায় প্রতিবাদ তুলতে শুরু করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন সভা মিছিল মিটিং এ রাজ্যে আইনের শাসন বলে দাবি করলেও আদতে রাজ্যে কি ধরনের আইনের শাসন চলছে তা বিরোধী দলগুলোর কর্মসূচির উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় বুঝা যায়।
রাজ্য
তৃণমূল কংগ্রেসের মিছিলে দুস্কৃতিকারীদের হামলা, ভাংচুর করা হয় গাড়ি রক্তাক্ত হন কর্মী সমর্থকরা
- by janatar kalam
- 2021-08-07
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this