জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে নব-নির্মিত সার্কিট হাউজ উদ্বোধন হয় আজ ল এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হয় ধর্মনগরে নব-নির্মিত সার্কিট হাউজ। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন স্বনির্ভর ত্রিপুরা গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন, সেই লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার l মানুষের কাছে দায়বদ্ধতা স্বরূপ রাজ্যের সর্বত্র পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার l বিগত দিনের মত কেন্দ্রীয় বঞ্চনার অজুহাত দেখানোর বদলে, রাজনৈতিক রং বিচার না করে, মানবতার দৃষ্টিকোণ থেকে সরকার সবার জন্য পানীয় জল, বিদ্যুৎ, পাকা বাড়ি, শিক্ষা, সুস্বাস্থ্য নিশ্চিত করছে l যুবরাজনগর এলাকায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখীপ্রকল্পের সঠিক বাস্তবায়ন চলছে l বর্তমানে রাজ্যে জবাবদিহি সরকার, তাই এই এলাকার উন্নয়নে কি কি করা হয়েছে সেই খতিয়ান জনগণের সামনে তুলে ধরি ল তাছাড়া তিনি এদিন আরো বলেন দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে, সবার জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী l টিকাকরণে রাজ্যে শীর্ষ স্থান, আগর মিশনের মাধ্যমে দুই হাজার কোটির অর্থনীতি সহ নানান ইতিবাচক সফলতার জন্য বর্তমানে গোটা দেশে ত্রিপুরার পরিচিতি বাড়ছে l কোভিড পরিস্থিতিতেও স্টার্টআপ থেকে শুরু করে নানা ভাবে রোজগার তৈরীতে গুরুত্ব দিয়েছে সরকার l ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিককে, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীসভায় সদস্যা পদে বসিয়েছেন l ত্রিপুরার প্রতি প্রধানমন্ত্রী কতটা আন্তরিক সেটা এর থেকেই প্রমাণিত l
রাজ্য
স্বনির্ভর ত্রিপুরা গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন সেই লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2021-08-07
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this