2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

৭ দফা দাবির ভিত্তিতে অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা লাভের জন্য একটি মাদ্রাসা বোর্ড চালু করা, মাদ্রাসা শিক্ষকদের শূন্য পদ পূরণ করা, মাদ্রাসা শিক্ষকদের রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ২.২৫ এবং ২.৫৭ প্রদান করা সহ একাধিক দাবিতে অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন অল্ড ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি আব্দুল আলিম। তিনি বলেন একাধিক দাবি রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তার গোচরে নেওয়া হয়েছে। বিষয়টি শিক্ষা দপ্তর এর পক্ষ থেকে দেখা হবে বলে আশ্বাস দেন সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা। নয়তো আগামী দিন বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান আব্দুল আলিম।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service