জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতি উপজাতিদের অধিকার এবং তাদেরকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যমাত্রা কে সামনে রেখে রাজ্য রাজনীতির ময়দানে নেমে ছিলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে তিনি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি সামনে এনে ছিলেন। যে দাবী একত্রিত করেছে উপজাতি ভিত্তিক রাজনৈতিক আঞ্চলিক দলগুলোকে এবং থাংশা অর্থাৎ একতা এই মূল স্লোগান কে পাথেয় করে এডিসি নির্বাচনে লড়াইয়ে সামিল হয়েছিলেন। নির্বাচনে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপ্রামথা দল রাজ্যের শাসক দল বিজেপি আইপিএফটি জোট এবং বিরোধী সিপিআইএমকে ধুলিস্যাৎ করে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু নির্বাচনে জয়ী হবার প্রায় চার মাস পেরিয়ে গেলেও নিজ প্রতিশ্রুতি পালনের দিকে কতটুকু গরিয়েছেন তীপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সেটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কেননা রাজন্য আমলে ত্রিপুরা যতটুকু বিস্তারিত ছিল এবং স্বাধীন ত্রিপুরা গড়ার পর রাজ্যের যে অংশ পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এবং পার্শ্ববর্তী রাজ্য আসামের সীমান্তে পড়ে গিয়েছে সেগুলো টেনে একত্র করে গ্রেটার তীপ্রাল্যান্ড বানানোর যে স্বপ্ন রাজ্যের উপজাতি অংশের মানুষদের দেখিয়েছেন তা বাস্তবায়নে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিন্দুমাত্র পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না এবং তিনি যে জাতি উপজাতি দের স্বনির্ভর করে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে কি কি পদ্ধতি অবলম্বন করেছেন মহারাজ সেটাই কোটি টাকার প্রশ্ন? গ্রেটার তীপ্রাল্যান্ড নির্বাচনী ইস্তেহারে প্রধান দাবি থাকলেও মহারাজা এই দাবি নিয়ে কেন্দ্রীয় কোন নেতৃত্বের সাথে আলোচনায় গিয়েছেন নাকি সেটা ছিল কোন ঢপ ? যাই হোক রাজ্য সরকারের জোট শরিক আইপিএফটি সরকারে থাকার পর ও তাদের দাবি তীপ্রাল্যান্ড নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বহুবার মিলিত হয়েছেন। মহারাজা গ্রেটার তীপ্রাল্যান্ড এর প্রতিশ্রুতি দিয়ে এডিসি নির্বাচনের বৈতরণী পার হয়েছেন ঠিকই কিন্তু এই দাবি পূরণে মহারাজা এখন পর্যন্ত কোন প্রকার পদক্ষেপ নিচ্ছেন না কেন ? এবং এই দাবি পূরণ আদৌ কি হবে , কেন্দ্রীয় নেতৃত্ব কি সম্মতি দেবে ? বা পার্শ্ববর্তী রাষ্ট্র কিংবা রাজ্য এই দাবিতে সারা দেবে ? যদি না দেয় তবে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গ্রেটার তীপ্রাল্যান্ড এর ভবিষ্যৎ কোনদিকে গড়াবে সেটাই এখন দেখার বিষয়।
রাজ্য
ভোট এল ভোট গেল এবার গ্রেটার তীপ্রাল্যান্ড এর ভবিষ্যৎ কোনদিকে ?
- by janatar kalam
- 2021-08-07
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this