জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই এবং উপজাতি ছাত্র সংগঠন টিএস ইউ রাজ্যের শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার নিকট ৩ দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার নোটিফিকেশন হয়তোবা কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং এর জন্য যে ভর্তির পক্রিয়া তা যেন সুস্থভাবে হয় সেদিকে নজর রাখার দাবি জানান। কেননা বিগত বছর অনলাইন ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে যে হট্টগোল বেঁধেছিল তাতে যেভাবে উচ্চ শিক্ষা দপ্তর সমস্যায় পড়েছিলেন সেভাবে ছাত্রছাত্রীদেরও অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এবং অনেক ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়েছিলেন বলে জানান তাই এবছর যেন কাউকে অসুবিধান সম্মুখীন না হতে হয় সেজন্য উচ্চ শিক্ষা দপ্তরের নিকট দাবি রাখেন।
রাজ্য
তিন দফা দাবিতে উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান SFI TSU এর
- by janatar kalam
- 2021-08-06
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this