জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি:- শশুড় বাড়িতে মেয়েকে দেখতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে জখম মা মিঠু আরা বেগম। রক্তাক্ত মিঠু আরা বেগমকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে। ঘটনা বিশালগড় মহকুমার কদমতলী এলাকায়। অভিযোগে জানা গেছে, শুক্রবার সকালে আমতলী থানাধীন কমলাসাগর মতিনগর এলাকার বাসিন্দা মিঠু আরা বেগম মেয়ের শশুড়বাড়ি বিশালগড় কদমতলী এলাকায় মেয়েকে দেখতে যান। সেখানে পৌছানোর কিছুক্ষন পর সামান্য বচসাকে কেন্দ্র করে তার উপর ধরালো অস্ত্রের আঘাত আনে মেয়ের শশুড় শাশুড়ি। রক্তাক্ত হন মিঠু আরা বেগম। বিষয়টি স্থানীয় মানুষের নজরে এলে খবর দেওয়া হয় আগ্নি নির্বাপক কেন্দ্রে। দমকল কর্মীরা মিঠু আরা বেগমকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। মিঠু আরা বেগমের আঘাত গুরুতর এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক রেফার করেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে জানা গেছে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় মামলা করা হবে।
রাজ্য
নিজের মেয়েকে শশুড় বাড়িতে দেখতে গিয়ে জখম মা
- by janatar kalam
- 2021-08-06
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this