2024-12-16
agartala,tripura
রাজ্য

ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণের প্রতিবাদে কংগ্রেসের শাখা সংগঠনের উদ্যোগে SDPO অফিস ঘেরাও

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক এবং এনএসইউ আই সংগঠনের ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণের প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ সেবাদল,ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস,ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ত্রিপুরা প্রদেশ এনএসইউ আই এর উদ্যোগে SDPO অফিস ঘেরাও করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ধীমান রায়, এনএসইউ আই, সহ-সভাপতি সম্রাট রায়, সেবা দলের নিত্যগোপাল রুদ্র পাল পার্থ সরকার সুশান্ত চক্রবর্তীর,মহিলা কংগ্রেসের সহ-সভাপতি দেবজানি লস্কর,। সেদিন কংগ্রেসের কর্মী সমর্থকরা সদর এসডিপিও নেতৃত্বে গতকাল আন্দোলনরত ছাত্রছাত্রীদের কে পুলিশ লাঠিচার্জ করে এতে করে অনেক ছাত্রছাত্রী আহত হন তারই পরিপ্রেক্ষিতে বুধবার এসডিপিও অফিসের সামনে বিক্ষোভ দেখান এদিন বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে কংগ্রেসে বাদলের মৃত্যু গোপাল রুদ্র পাল জানান বাইট ছাত্র-ছাত্রীদের উপর লাঠিপেটা করার কারণে এন এস ইউ আই এর সহ-সভাপত সম্রাট রায় পুলিশকে মালা পরাতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় গুরুতর ভাবে আহত হন সম্রাট রায় তাকে নিয়ে যাওয়া হয় আই জি এম হাসপাতাল থেকে জি বি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service