2024-12-19
agartala,tripura
রাজ্য

নীতিগত কারণে বিগত বামফ্রন্ট সরকার কিংবা বর্তমান বিজেপি সরকার ত্রিপুরাকে ঢেলে সাজাতে পারছেন না – কুনাল ঘোষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ রাজ্যে এলেন তৃণমূল কংগ্রেসের আরেকজন সৈনিক নাম কুনাল ঘোষ। রাজ্যের মাটিতে পা রেখে তিনি একসময়ের বামপন্থী মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানান এবং বামফ্রন্টের সাথে বৈষম্য থাকলেও মানিক সরকারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাছাড়া তিনি এদিন আরো বলেন ফ্যাসিবাদী দল বিজেপিকে বাংলার মানুষ যেভাবে পরাজিত করেছে তার জেরে বিজেপি এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার দিকে ঝুঁকছে , উত্তর পূর্বাঞ্চলের ছুট্ট রাজ্য ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্যে এবং সম্পদে ভরপুর একটি শ্রেষ্ঠ রাজ্য গড়তে যা যা দরকার তা ভরপুর রয়েছে কিন্তু নীতিগত কারণে বিগত বামফ্রন্ট সরকার কিংবা বর্তমান বিজেপি সরকার তা করতে পারছে না। তাই ত্রিপুরাকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে এবং একটি উন্নত রাজ্য হিসেবে গড়ে তুলতে তৃণমূল কংগ্রেস কাজ করবে বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service