2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গিদের দৌরাত্ম্য মানিকপুর সীমান্ত হামলায় গুলিবিদ্ধ 2 বিএসএফ জওয়ান

জনতার কলম আগরতলা ওয়েব ডেস্ক- স্বাধীনতা দিবসের প্রাক্কালে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় জঙ্গিদের বিস্ময়কর হামলায় একজন বিএসএফ সাব-ইন্সপেক্টর এবং একজন বিএসএফ জওয়ান শহীদ হন। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার ছামনু থানার অন্তর্গত আরসি নাথপাড়া বিওপি সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণ অনুযায়ী, ভারতের 64 তম বর্ডার সিকিউরিটি ফোর্সের আরসি নাথ বিওপির জওয়ানরা ডিউটিতে ছিলেন। নজরদারি বাড়ানোর জন্য এবং বিশেষ করে স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিল বিএসএফ। সেখানে বিওপি আরসি নাথ বিওপি ছিল যা বিওপি নং ৬৪ -এর নিয়ন্ত্রণে ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে, জঙ্গিরা সীমান্ত এলাকায় টহলরত বিএসএফের শেষ সৈন্যদের উপর আকস্মিক আক্রমণ চালায়। বিরু সিং বর্ডার গার্ডের উপ-পরিদর্শক এবং কনস্টেবল রাজকুমার সিংহ ঘটনাস্থলেই নিহত হন এবং একই সাথে জঙ্গিরা ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ছিনিয়ে নিতে সক্ষম হয়। ঘটনার পর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (আইবিএসএফ) শালবাগানে ত্রিপুরা সীমান্ত কার্যালয়ের উপস্থিতি এবং বিষয়টি সম্পর্কে অবগত। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ধলাই জেলার ছামনু এলাকায় গুলি ও শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service