জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সবাইকে পাস করানোর দাবি নিয়ে মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর বাসভবনের সামনে ধর্নায় বসে, তাদের দাবি 48 ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে ত্রিপুরা বনধের ডাক দিবে বলে জানান এনএসইউ আই এর সহ-সভাপতি সম্রাট রায়। 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা করোনা সংক্রমণ ভাইরাস এর কারণ হতে পারিনি, তার জন্য রাজ্য সরকারের শিক্ষা দপ্তর ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে একটি স্কুটিনি কমিটি গঠন করে। সব ছাত্র-ছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিলেন। গত 31 জুলাই মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরই সারা রাজ্যের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের পরীক্ষার ফলাফল দেখে রাস্তা অবরোধ থেকে শুরু করে আন্দোলনে সামিল হন। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল নিয়ে অভিভাবক মহল পর্যন্ত অভিযোগ করতে থাকেন। মঙ্গলবার এন এস আই এর পক্ষ থেকে আগরতলা কদমতলী স্থিত রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর বাসভবনের সামনে ধর্নায় বসলে তাদের দাবি সকল ছাত্র-ছাত্রীদেরকে পাস করিয়ে দিতে হবে তার সাথে সাথে অতিসত্বর ঝরনা স্থলে এসে শিক্ষা মন্ত্রী তাদের সাথে কথা বলতে হবে তা না হলে তারা 48 ঘণ্টার মধ্যে রাজ্য বন্ধের ডাক দেবেন বলে জানান এন এস আই এর সহ-সভাপতি সম্রাট রায় বাইট রাজ্য সরকারের শিক্ষা দপ্তর করোনাকালীন পরিস্থিতির মধ্যে ছাত্র-ছাত্রীদেরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও সিবিএসসি বোর্ড কে সঠিকভাবে পরিলক্ষিত না করার পরিপ্রেক্ষিতে বর্তমানে ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমেছে এই রকমই মন্তব্য করছেন বুদ্ধিজীবি মহল।এই দিকে অন্দোলনের ঘটনা স্তলে আসেন পি সি সির প্রক্তন সভা পতি বিরজিত সিনহা জানান রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের এই ধরনের ভুলের কারনে ছাএ ছাএীরা অসুবিধায় পড়বে তাই সরকার এই বিষয়ে ভাবা দরকার বলে জানান তিনি বাইট আগরতলার শিক্ষা মন্ত্রির বাসভবনের সামনে অন্দোলন রত ছাএ ছাএী দের কে রাস্তা অবরোধ মুক্ত করার জন্য সদর এস ডি পি ও সহ পুলিশ তাদেরকে অনুরোধ করলে ও কিন্তু ছাএ ছাএী রা অবরোধ মুক্ত করতে নারাজ শেয পযন্ত বধ্যা হয়ে তাদের কে গ্রেপতার করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যায় ছাএ ছাএী সহ এন এস ইউ আই এর সহ সভাপতি কে।পুলিশের টানা হেঁচড়ে তে অনেক ছাএ ছাএী আহত হন ঘটনাস্তলে তাদেরকে আই জি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজ্য
48 ঘণ্টার মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পাস করানোর দাবি মানা না হলে ত্রিপুরা বনধের ডাক দিবে বলে জানান এনএসইউ আই সহ-সভাপতি সম্রাট রায়
- by janatar kalam
- 2021-08-03
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this