আগামী ৮ই মার্চ আসন্ন নারী দিবস উপলক্ষে রাজধানীর বনেদি জুয়েলারি সংস্থা স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে আয়োজিত হল স্বর্ণশ্রী সন্মান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল বিধায়ক আশীষ কুমার সাহা , মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার ও সংস্থার কর্ণধার গোপাল চন্দ্র নাথ সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে এদিন রাজ্যের ১৫জন বিশিষ্ট মহিলাকে স্বর্ণশ্রী সম্মানে ভূষিত করা হয়।
janatar kalam Blog রাজ্য আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকারকে স্বর্ণশ্রী সম্মানে ভূষিত করা হল
Leave feedback about this