জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- টোকিওতে অনুষ্ঠিত হওয়া অলিম্পিক গেমসে ভারতীয় প্রতিযোগীদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে সর্বভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে প্রথমে চিয়ার ফর ইন্ডিয়া নামক একটি ওয়েব পোর্টাল উদ্বোধন করেছেন যার মাধ্যমে ভারতীয় খেলোয়াড়দের উৎসাহিত করা যায় এবং পরবর্তীতে একই উদ্দেশ্য নিয়ে প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে পইলা আগস্ট আগরতলা সাবরুম হাইওয়ে থেকে কমলাসাগর মাতাবাড়ি মন্দির প্রায় 15 কিলোমিটার পথ হাঁটার মাধ্যমে এবং দৌড়ের মাধ্যমে অতিক্রম করেন যুব মোর্চার কার্যকর্তারা। তাছাড়া এদিন ভারতীয় খেলোয়াড়রা অলিম্পিকসে ভালো প্রদর্শনী দিচ্ছেন যার একমাত্র কৃতিত্ব দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কেননা করোণা মহামারীর মধ্যেও খেলোয়ারদের নিজেদেরকে প্রস্তুত করার জন্য যে সুবিধা ও সুযোগ করে দিয়েছেন তারই ফলস্বরূপ এই প্রদর্শন বলে নিজের অভিমত ব্যক্ত করলেন যুব মোর্চার সদস্যরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি এবং যুব মোর্চার প্রভারী টিংকু রায়, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক ও সহ-সভাপতি ভিকি প্রসাদসহ অন্যান্য কার্যকর্তারা।
রাজ্য
অলিম্পিকে ভারতীয় প্রতিযোগীদের উৎসাহ প্রদানের জন্য প্রদেশ বিজেপি যুব মোর্চার অভিনব কর্মসূচি
- by janatar kalam
- 2021-08-01
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this