জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার তেলেঙ্গানা প্রদেশ বিজেপি কার্যালয়ে রাষ্ট্রীয় মহিলা মোর্চার উদ্যোগে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এক দিবসীয় ওয়ার্কশপ কর্মসূচি আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া তেলেঙ্গানা প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী শ্রীমতি গীতা মূর্তি জি, মহিলা মোর্চা রাষ্ট্রীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন জি, বিজেপি তেলেঙ্গানা প্রদেশ সভাপতি সঞ্জয় বান্ডী জি,বিজেপি রাষ্ট্রীয় সহ-সভানেত্রী শ্রীমতি ডি কে অরুনা জি, শ্রী দুশ্চন্ত গৌতম জি, রাষ্ট্রীয় সোশ্যাল মিডিয়া ইনচার্জ শ্রী অমিত মালভিয়া জি, বিজেপি রাষ্ট্রীয় প্রবক্তা ডক্টর সম্বিত পাত্রা জি, বিজেপি রাষ্ট্রীয় মহামন্ত্রী (অরগানাইজেশন) শ্রী বি এল সন্তোষ জি এবং অন্যান্য রাষ্ট্রীয় নেতৃত্বরা।উক্ত ওয়ার্কশপে বিজেপি মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে প্রদেশ মহিলা মোর্চা মিডিয়া ইনচার্জ শ্রীমতি চামিলি সাহা এবং সুজাতা দেব মহোদয়া এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত হতে পারে অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং সর্ব ভারতীয় নেতৃত্বের সান্নিধ্যে আসতে পেরেছেন বলে মত প্রকাশ করেছেন। পাশাপাশি সর্ব ভারতীয় মহিলা মোর্চা সভানেত্রীজীকে এবং সংগঠন মন্ত্রী মহোদয়কে সংবর্ধনা জ্ঞাপন করতে পারা তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বলে জানান । রাজ্যের মহিলা মোর্চার কর্মীদের উপস্থিতি এবং রাজ্যের আপামর জনগণের স্বার্থে তাদের কঠোর পরিশ্রম এবং সেবার মনোভাব অত্যন্ত প্রশংসনীয় ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা শুধু করোনা মহামারীতেই নই বিগত দিনে সাধারণ মানুষের সাহায্যার্থে নিঃস্বার্থে এগিয়ে এসেছেন এবং তাদের এই সেবামূলক কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে ধারণা অভিজ্ঞ মহলের একাংশের। তাছাড়া এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার ক্ষেত্রে সর্বপরি ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী শ্রীমতী ঝর্ণা দেববর্মাজী, আমাদের মন্ডল সভাপতি তাপস দা, বিধায়ক তথা শ্রদ্ধেয় গুরুজন শ্রী সুরজিত দত্ত মহাশয়, ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তজী, সোশ্যাল মিডিয়ার পুরো টিম এবং আরো অনেকে যারা সাহায্য করেছেন সকলকে কৃতজ্ঞতা জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপস্থিত রাজ্য মহিলা মোর্চার প্রতিনিধি দলটি।
রাজ্য
রাষ্ট্রীয় মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এক দিবসীয় ওয়ার্কশপে রাজ্যের প্রতিনিধি শ্রীমতি সুজাতা দেব এবং শ্রীমতি চামিলি সাহা
- by janatar kalam
- 2021-07-31
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this