জনতার কলম,ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- আজ তেলিয়ামুড়ায় একাংশ অনুর্ত্তীন মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল প্রকাশের পর পাশের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে । উল্লেখ্য, আজ শনিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয় । আর এই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের ফল প্রকাশকে কেন্দ্র করে চরম উত্তপ্তকর পরিস্থিতি হয়ে ওঠে তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনী এলাকা ও প্রায় দীর্ঘক্ষণ ধরে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের অবরোধ চলে অম্পি চৌমুহনী স্থিত আসাম-আগরতলা জাতীয় সড়ক । এই ঘটনার জেরে জাতীয় সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকে অসংখ্য ছোট-বড়ো পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তথা তেলিয়ামুড়া শহরের উপকন্ঠ অম্পি চৌমুহনী এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবার বেলা ১২ টা নাগাদ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত গোটা রাজ্যের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয় । কিন্তু এই ফলাফলকে ঘিরেই নিমেষের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা তেলিয়ামুড়া শহর । উল্লেখ্য, আজ তেলিয়ামুড়ার বেশ কিছু বনেদি বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের আশানুরূপ পরীক্ষার ফল না হওয়ায় ও অকৃতকার্য স্বরুপ ফল লাভ করার দরুন ওইসব বনেদি বিদ্যালয়ের একাংশ ছাত্র-ছাত্রীরা হঠাৎ তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনী এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে থাকে । উল্লেখ্য, দফায় দফায় এই অবরোধ চলে দীর্ঘ প্রায় ৪ ঘন্টা যাবৎ । খবর যায় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়েই তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেবের নেতৃত্বে বিশাল পুলিশ ও TSR বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয় । যদিও দফায় দফায় চলা তেলিয়ামুড়ার এই অশান্ত পরিবেশকে একপ্রকার শান্ত করতে মূলতঃ তেলিয়ামুড়ার পুলিশ প্রশাসনকে একপ্রকার হিমশিম খেতে হয় । পরবর্তীতে একসময় মাধ্যমিকের ছাত্র-ছাত্রী কর্তৃক জাতীয় সড়ক অবরোধ এই ঘটনার সামাল দিতে তেলিয়ামুড়া তথাকথিত বিভিন্ন বনেদি বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে আসেন । এছাড়াও খবরে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়ার “DCM” সজল দেবনাথ । পরবর্তীতে সন্ধ্যা নাগাদ তেলিয়ামুড়ার বিভিন্ন বনেদি বিদ্যালয়ের শিক্ষক ও তেলিয়ামুড়ার “DCM” সজল দেবনাথ সহ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া দফায় দফায় মাধ্যমিক অনুর্তীণ ছাত্র-ছাত্রীদের ঘোষিত এই ফলাফল সম্পর্কে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সাথে আলোচনা করবেন এবং তাদের পুনরায় ১ মাসের মধ্যে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে আশ্বাস দিলেই অবশেষে সন্ধ্যা নাগাদ জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয় ।।
রাজ্য
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের ফল প্রকাশকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের পথ অবরোধ
- by janatar kalam
- 2021-07-31
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this