জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- নিজেদের অধিকারের দাবিতে দীর্ঘদিন যাবৎ লড়াই-সংগ্রাম চালিয়ে আসছেন 10323 শিক্ষক-শিক্ষিকা মহল। চাকরিচ্যুতি হবার পর নিজেদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে বারংবার সাক্ষাৎ করা হলেও তাদের চাকরি ফিরিয়ে দেবার দিকে রাজ্য সরকারের ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। তাই একরাশ হতাশা নিয়ে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিনিয়ত নিজেদের লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় এই লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার সময় বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে 10323 শিক্ষক-শিক্ষিকাদের। তাছাড়া প্রশাসনের হস্তক্ষেপ তো রয়েছেই। এতসব বাধা-বিপত্তির মধ্য দিয়েও শুধুমাত্র নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আবারো ময়দানে নামলেন 10323 শিক্ষক-শিক্ষিকারা, শুক্রবার রাজধানীর সার্কিট হাউস এলাকার গান্ধী মূর্তির পাদদেশে 10323 শিক্ষক-শিক্ষিকারা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। চাকরি চলে যাওয়ার পর মানসিক অশান্তিতে ভোগান্তির শিকার হয় অকালে প্রয়ান হয়েছে শতাধিক 10323 শিক্ষক শিক্ষিকা। তারপরেও রাজ্য সরকার এই শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে কোন প্রকার পদক্ষেপ নিতে উৎসাহ দেখায়নি, সুতরাং এই মৃত্যু-মিছিল রুখতে এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন 10323 শিক্ষক-শিক্ষিকারা। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে 10323 শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজ্য
নিজেদের চাকরির দাবিতে আবারো মাঠে নামলেন ১০৩২৩ শিক্ষক শিক্ষিকা মহল
- by janatar kalam
- 2021-07-30
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this