2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আই-পেকের সদস্যরা আদালতের দ্বারস্থ হলেন , রাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা মামলার ভাবনা I-PACK টিমের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে অবস্থানরত আই-পেকের সদস্যরা বৃহস্পতিবার দ্বারস্থ হলেন আদালতে।সেখানে তারা আত্মসমর্পণ করে।বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী আই-পেকের সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করেছে সদর মহকুমা প্রশাসন। আই-পেকের সদস্যদের প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে নোটিশ।আগামী ১লা আগস্ট আই-পেকের সদস্যদের পূর্ব থানাতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ১লা আগস্ট তারা পুলিশের কাছে যাওয়ার আগে বৃহস্পতিবার তারা দ্বারস্থ হলেন আদালতে। আই-পেকের ২৩ সদস্য জামিন নিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে। মহকুমা শাসকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার জামিন নিলেন তারা। এই ঘটনার পেক্ষিতে পিকে’র টিম রাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা করবে বলে জানিয়েছেন আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাস।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service