জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- এডি নগর এলাকাযর এক যুবতী দীর্ঘদিন যাবৎ কের চৌমহনী এলাকার বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার দীপক পালের বাড়িতে দীপক পালের মা-বাবার যত্ন নেওয়ার কাজ করতেন। কিন্তু বিগত এক মাস যাবত লম্পট দীপক পাল স্ত্রী সন্তান থাকা সত্বেও ঐ যুবতীকে শ্রীলতাহানি এবং ধর্ষণ করে বলে দীপক পাল এর বিরুদ্ধে অভিযোগ আনেন যুবতী।কিন্তু দীপক পাল নামে ঐ লম্পট ব্যক্তি তার কুকর্ম ঢাকা দিতে ঐ যুবতীর বিরুদ্ধে মিথ্যা মামলা করবে বলেই হুমকি প্রদর্শন করেন। দীপক পাল জানান যুবতীর বিরুদ্ধে থানায় টাকা পয়সা স্বর্ণ অলংকার চুরি করার মিথ্যা মামলা করা হবে বলেই ঐ যুবতীকে ভয় প্রদর্শন করে।।।অসহায় ঐ যুবতী লম্পট দীপক পালের বিরুদ্ধে বিচার পাওয়ার আশায় পশ্চিমা মহিলা থানায় মামলা করতে আসে। কথা হল পেটের দায়ে গরিব অংশের মানুষ নিজের দিন যাপনের জন্য কোন না কোন কিছু পেশার সাথে যুক্ত হন কিন্তু সমাজের কিছু বিকৃত মস্তিষ্ক লোকের কারণে এই গরীব লোকদের লজ্জাজনক এ ধরনের ঘটনার শিকার হতে হয়। বলাবাহুল্য পুঁথিগত শিক্ষা দিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দীপক পাল এই পজিশনে থাকলেও সামাজিক শিক্ষা দিকে একদম শূণ্য। দীপক পালের বাড়িতে কাজ করা ওই যুবতী অভিযোগে কি পদক্ষেপ নেবে রাজ্যের পুলিশ প্রশাসন সেটাই এখন দেখার তাছাড়া এই অভিযোগে কতটুকু সত্য তা রয়েছে তা একমাত্র পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।
রাজ্য
সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এক যুবতীর
- by janatar kalam
- 2021-07-24
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this