দিল্লির দাঙ্গার অভিযুক্ত বিজেপি নেতাদের গ্রেপ্তার এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অপসারণের দাবিতে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে ২ ঘন্টার গণবস্থানে বসল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস । এদিনের গণবস্থানে কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন দিল্লিতে দাঙ্গা শুরুর কয়েকদিন আগে থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সর্বভারতীয় নেতৃত্বরা প্রকাশ্যে দাঙ্গার উস্কানি দিয়ে এই দাঙ্গা শুরু করেছেন এবং এই দাঙ্গায় এখন অবধি ৪৫ জন মানুষের মৃত্যু হয়েছে । পাশাপাশি গত ২ মাস ধরে যে জনবিরোধী আইন এন আর সি , সি এ এ , এন পি আরের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন তাদের অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং দেশের সংবিধান ও দেশের স্যাকুলারিজ্ম এই জনবিরোধী সরকারের আমলে সুরক্ষিত নয় বলে দাবি করেন তিনি ।
Leave feedback about this