2024-12-14
agartala,tripura
রাজ্য

রাজভবনে নব নিযুক্ত রাজ্যপালের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের নব নিযুক্ত রাজ্যপাল শ্রী সত্যদেব নারায়ণ আর্যের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন এবং রাজ্যপালের সুস্বাথ্যের খবর নেওয়া , ডাক্তারদের খবর নেওয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত হবার পর উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ হয়নি তারই পরিপ্রেক্ষিতে আজকের এই সাক্ষাৎকার বলে। তাছাড়া এদিন তিনি রাজ্যের পুর নিগম নির্বাচন নিয়ে বলেন যে এই নির্বাচনের জন্য গৃহমন্ত্রকের কাছে বিশাল একটি প্যাকেজের দাবি রেখেছেন ও গৃহমন্ত্রক সে বিষয়ে রাজিও বলে জানানোর পাশাপাশি ২০২২ সালের মধ্যে গোটা উত্তপূর্বাঞ্চলকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বর্ডার এলাকাগুলিতে নিরাপত্তারক্ষী বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service