জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার রাজধানীর টিএস ই সি এল দপ্তরে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এদিন উপমুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের সরকার আসার পর আমরা ১ টাকাও বিদ্যুৎ মাশুল বাড়ায়নি। কিন্তু মডালাইজড করা দরকার নতুন ট্রান্সমিটার লাইন দরকার , নতুন টাওয়ার দরকার এরজন্য আমরা ফান্ড নিয়েছি এডিবি থেকে , ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে কনজিউমারের উপর চাপ না দিয়ে। বিগত কয়েকমাসের মধ্যে আমরা ৫,৬ টা বিদ্যুৎ সাবস্টেশন উদ্বোধন করে দিয়েছি আর বাকি যা রয়েছে সেগুলোকে আমরা ডিসেম্বরের ৩১এর মধ্যে উদ্বোধন করে দেব এবং সব ব্যবস্থা হয়ে গেছে তারপরেও কনজিউমারের বিদ্যুৎ বিল বৃদ্ধি করেনি , যদি আমরা বিদ্যুৎ বিল বৃদ্ধি করতাম ৫০শতাংশ তাহলে কাজটা আরো তাড়াতাড়ি হয়ে যেত , অন্য সংস্থা থেকে এই কাজে ব্যবহৃত অর্থ ব্যবস্থা করতে হয়েছে বলে দেরি হয়েছে , মহামারী চলছে মানুষের কাজ নেই এই সময় বিদ্যুৎ বিল না বাড়ানোটা শ্রেয় হবে বলে বাড়াইনি বলে জানালেন তিনি। তাছাড়া এদিন রাজ্যেসহ উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে প্রিপেইড বিলিং বসানোর কথা জানান তিনি।
রাজ্য
টিএস ই সি এল দপ্তরে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠক , উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা
- by janatar kalam
- 2021-07-23
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this