জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে ২০১৮ সাল পর্যন্ত ইংরেজী মাধ্যম স্কুলের সংখ্যা ছিল ১২৭ টি। নতুন সরকার আসার পর রাজ্যে ইংরেজী মাধ্যম স্কুলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫৭ টি। এই বছর ৫৯ টি স্কুলকে ইংরেজী মাধ্যম করা হয়েছে। নতুন সরকার ১৩০ টি স্কুলকে ইংরেজি মাধ্যমে উন্নিত করেছে। কেবল ইংরেজী মাধ্যম করলেই হবে না। শিক্ষক- শিক্ষিকারা যাতে ইংরেজীতে অনর্গল বলতে পারে এবং ছেলে- মেয়েদের বোঝাতে পারে তার জন্য তিন দিনের ওরিয়েন্টেশন পোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা ভবনে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে ওরিয়েন্টেশন পোগ্রামের সূচনা করে বলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। শুক্রবার ও আগামী ২৬ জুলাইও হবে এই ওরিয়েন্টেশন পোগ্রাম। এই ক্ষেত্রে সাত দিন প্রশিক্ষক রয়েছেন। এরা কিভাবে ইংরেজীতে পড়াতে হয় তা শিখিয়ে দেবে। পড়ানোর ক্ষেত্রে যাতে আরো সহায়ক হয় তার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ২৯ টি স্কুল টি বি এস সি থেকে সি বি এস সি-তে গেছে। আরো ৭১ টি স্কুলকে সি বি এস সি- র হাতে তুলে দেওয়া হবে। মোট ১০০ টি স্কুল হবে সি বি এস সি-র। এটা আগে ছিল না। অল্প সময়ের মধ্যে ১০০ টি স্কুল অধিগ্রহন করেছে সি বি এস সি। সি বি এস সি-র সাথে রাজ্যের ইংরেজী মাধ্যম স্কুল গুলি যাতে প্রতিযোগিতায় থাকতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্য
শিক্ষা ভবনে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার উদ্যোগে সূচনা হল ভার্চুয়াল মাধ্যমে ওরিয়েন্টেশন পোগ্রামের
- by janatar kalam
- 2021-07-22
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this