জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গত ২১শে ফেব্রুয়ারী ১০৩২৩ এর একজন শিক্ষক গৌরপদ দেববর্মা এবং ওনার ভাই বর্ডার সংলগ্ন জায়গায় নিজের জমিতে চাষ করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন এবং পরে বাংলাদেশের বিডিআরের কাছে তুলে দিলে , তাদেরকে বাংলাদেশের জেলে রাখা হয়। আজকে নিয়ে প্রায় ৫ মাস হয়ে গেলো তারা জেলে কাটাচ্ছেন , তারই পরিপ্রেক্ষিতে আজ ১০৩২৩ এর শিক্ষক শিক্ষিকারা পুলিশ হেডকোয়ার্টারে ডিজির নিকট এক ডেপুটেশন প্রদান করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ১০৩২৩ শিক্ষক অমলেন্দু দেববর্মা বলেন এই বিষয়ে রাজ্য সরকারকে জানানো হলে রাজ্য সরকার কথাবার্তা বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজ অব্দি তা পূরণ হয়নি। এদিকে ১০৩২৩ এর একজন শিক্ষক গৌরপদ দেববর্মা এবং ওনার ভাইকে জামিন যুক্ত কেসে বাংলাদেশ সরকার জামিন দিতে রাজি থাকলেও রাজ্য সরকার , কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোন ধরণের হেলদোল নেই। তাই তাদেরকে কেন্দ্র ও রাজ্য সরকার আলোচনা করে বিনা শর্তে মুক্ত করে দেশে ফিরিয়ে নিয়ে আনার জন্য আবেদন রাখেন।
রাজ্য
১০৩২৩ শিক্ষক গৌরপদ দেববর্মা এবং উনার ভাইকে দেশে ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টারে ডিজির নিকট ডেপুটেশন প্রদান করেন 10323 শিক্ষক-শিক্ষিকারা
- by janatar kalam
- 2021-07-20
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this