জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার ধলেশ্বর 10 নম্বর রোডস্থিত শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে 18 ঊর্ধ্ব ব্যক্তিদের মধ্যে করোনা টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার, ত্রিপুরা ভবিষ্যৎ সংবাদপত্রের সহ-সম্পাদক বিশাল সাহা, টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার এবং নিউজ টুডে বৈদ্যুতিন মাধ্যম চ্যানেল এর কর্ণধার সুরজিৎ পাল সহ পরিষদের অন্যান্য কার্যকরতারা। এ দিনের কর্মসূচিকে নিয়ে আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার বক্তব্য রাখতে গিয়ে পরিষদের এধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাব ফোরাম তাদের যেকোনো সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাছাড়া আগামী দিনে নেশা বিরোধী কর্মসূচি হাতে নেওয়ার কথা জানানোর পাশাপাশি এ বিষয়ে সকলের সহযোগিতা কাম্য করেন। বলাবাহুল্য শান্তিনিকেতন সংস্কৃতি সাংস্কৃতিক পরিষদ বিগত দিনে এলাকার মানুষ এবং দুস্থদের জন্য টিকাকরণ কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য শিবির এর মত উল্লেখযোগ্য কর্মসূচি পালন করেছেন। পরিষদ আগামী দিনেও এ ধরনের কর্মসূচি পালন করে যাবেন বলে আশা ব্যক্ত করলেন পরিষদের কর্মকর্তারা।
রাজ্য
শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে 18 ঊর্ধ্বদের করোনা টিকাকরণ কর্মসূচি
- by janatar kalam
- 2021-07-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this