2024-12-14
agartala,tripura
রাজ্য

9 দফা দাবিতে সারাদেশে সাথে রাজ্যে ও বিক্ষোভ কর্মসূচিতে মিড-ডে-মিল কর্মীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সারা ভারত মিড্ ডে মিল ওয়ার্কার্স এসোসিয়েশন এর উদ্যোগে ৯ দফা দাবিতে কর্মসূচি হাতে নিয়েছে। সোমবার সারা দেশের সাথে রাজ্যেও এই কর্মসূচিতে মিলিত হয় রাজ্যের মিড্ ডে মিল কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক কর্মী বলেন মিড্ ডে মিল কর্মীরা অত্যন্ত পিছিয়ে পড়া গরিব শ্রেণীর লোক , তাদেরকে মাত্র ১৫০০ টাকা মার্সিক বেতন দেওয়া হয় এবং সারা দেশের অনেক রাজ্যে মিড্ ডে মিল কর্মীরা ১০০০ টাকা বেতন পান। এর মধ্যে ব্যাতিক্রম হল কেরালা কেননা কেরালা সরকার মিড্ ডে মিল কর্মীদের প্রতিদিন ৫০০ টাকা করে মজুরি দিচ্ছে। তাই তাদের দাবি কেরালার মত রাজ্যের মিড্ ডে মিল কর্মীদের ভাতা চালু করার। তাছাড়া এদিন তিনি আরো বলেন মিড্ ডে মিল প্রকল্প বিগত বাম সরকারের আমলে ভাল চলছিল তারপর রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর মিড্ ডে মিলের প্রায় ৪৫০ কর্মীদের ছাটাই করে দেয় এবং গরিব অংশের মানুষদের ভাতের থালা কেড়ে নীল ও গরিবের পেটে লাথি মেরেছেন বলে অভিমত ব্যাক্ত করলেন। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে মিড্ ডে মিল কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service