2024-12-19
agartala,tripura
রাজ্য

হাসপাতালে জলছে বিদ্যুতের বদলে হারিকেন দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- হীরার রাজ্যে প্রত্যক্ষ করা গেল বিরল দৃশ্য ! হাসপাতালে বিদ্যুৎ এর বদলে জ্বলছে হারিকেন। ভূতের বাড়ির রূপ ধারণ করা হাসপাতালটি হল ডুকলী আর ডি ব্লকের অন্তর্গত কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। যেখানে সঠিক ভাবে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত সেখানে রোগীরা কতটুকু চিকিৎসা পরিষেবা পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।একদিকে কাঞ্চনমালাসহ পাশাপাশি আরও কয়েকটি এলাকা প্রচন্ড বিদ্যুৎ সমস্যায় ভুগছে আর অন্যদিকে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ চলে গেলে রোগীদের সামনে হারিকেন জ্বালিয়ে রাখা হয়। সেখানে বিদ্যুৎ চলে গেলে মাত্র দুই থেকে তিনটি হারিকেন জ্বালিয়ে রাখা হয় আর সম্পূর্ণ হাসপাতালটি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন হয় থাকে। দেখলে মনে হয় যেন এটি একটি ভূতের বাড়ি। এই হাসপাতালটিতে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে একটি জেনারেটর থাকলেও সেটি জ্বালানির অভাবে বন্ধ হয়ে পড়ে আছে। যার ফল ভোগ করতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা পরিষেবার নিতে আসা রোগীদের। হাসপাতালে পুরুষ এবং মহিলা ওয়ার্ডে শুধু দুইটি হারিকেন জ্বালিয়ে দেওয়া হয় কিন্তু তাতেও ভালো আলো পাওয়া যায় না। ওয়ার্ডের ভেতরে যার দরুন রোগীর আত্মীয়রা বাইরে থেকে মোমবাতি কিনে আনতে হয়। ওয়ার্ড এর ভেতরে এত কম আলোতে হাসপাতালে নার্সরা রোগীদের ইনজেকশন দিতে গেলে চরম সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। তাই হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় থাকা রোগীর আত্মীয় পরিজনদের দাবি সরকার যেন এই কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে সব সময় প্রস্তুত রাখার ব্যবস্থা করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service